thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

‘সাঁথিয়ার হামলায় সরকারি দলের নেতাকর্মীরা জড়িত’

২০১৩ নভেম্বর ০৯ ১৭:১৩:১৪
‘সাঁথিয়ার হামলায় সরকারি দলের নেতাকর্মীরা জড়িত’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : পাবনার সাঁথিয়ায় সাম্প্রদায়িক হামলায় প্রত্যক্ষভাবে সরকারি দলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।

সাঁথিয়া পরিদর্শন শেষে শনিবার বিকেলে তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

প্রসঙ্গত, ২৬ অক্টোবর শনিবার সকালে সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজারে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়। ২০-২৫টি বাড়ি এবং দুটি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী সাইফুল হক জানান, হামলা ও লুটপাটে স্থানীয় বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের কর্মী-সমর্থকরাও অংশ নেন।

তিনি বলেন, চাঁদাবাজি, লুটপাট ও দখলের মতো বিষয় হামলার পেছনে কাজ করলেও আগামী ভোটকে সামনে রেখে রাজনৈতিক দুরভিসন্ধিও কাজ করেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাসদ নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনায়েদ সাকি, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এসআর/এমএইচও/ নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর