thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৪ জেলে নিখোঁজ

২০১৯ এপ্রিল ১০ ২৩:৫১:০৮
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৪ জেলে নিখোঁজ

টেকনাফ প্রতিনিধি : সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে তিনটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। নিখোঁজ রয়েছে আরও একটি ট্রলার। এ ঘটনায় ১৮ জেলেকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন ১৪জেলে।

বুধবার ভোরে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

ট্রলার মালিক ও সাগর থেকে ফিরে আসা জেলেরা জানিয়েছেন, সাগরে অবস্থানরত ট্রলারগুলোতে করে তারা মাছ ধরছিলেন। ভোরের দিকে সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে হঠাৎ দমকা ও ঝড়ো হওয়া শুরু হয়। এ সময় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার বদিউল আলমের মালিকানাধীন এফবি মায়ের দোয়া, একই এলাকার কবির আহমেদের মালিকানাধীন এফবি জননী ও শাহপরীরদ্বীপ এলাকার জাফর আহমদের মালিকানাধীন এফবি জাফর নামের তিনটি ট্রলার ডুবে যায়।

এসব ট্রলারে থাকা জেলেদের সাগরে ভাসতে দেখে আশপাশে থাকা দুটি ট্রলার ১৮ জনকে উদ্ধার করলেও এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানিয়েছেন।

কোস্ট গার্ডের সেন্ট মার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফয়জুল ইসলাম মন্ডল বলেন, সাগরে ট্রলার ডুবি ও জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা জেলেদের মাধ্যমে জানতে পেরেছি। নিখোঁজদের উদ্ধারের জন্য আমরা নিজেরাও চেষ্টা করছি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানিয়েছেন, ট্রলার নিখোঁজ হওয়ার বিষয়টি এখনো আমরা কোন মালিক পক্ষ থেকে অবগত হইনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ১০,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর