thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাফি হত্যার আসামি নূর উদ্দিন গ্রেফতার

২০১৯ এপ্রিল ১২ ১২:৩২:০১
রাফি হত্যার আসামি নূর উদ্দিন গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় অন্যতম আসামি নূর উদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে ভালুকার সিডস্টোর এলাকা থেকে নূর উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযানে পিবিআইকে সহায়তা করে ভালুকা থানা পুলিশ।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ সিরাজ উদদৌলার মুক্তি দাবিতে আন্দোলনও করেছিলেন গ্রেফতার নূর উদ্দিন। এছাড়া রাফি হত্যা মামলার অন্যতম প্রধান আসামিও তিনি।

এর আগে রাফি হত্যা মামলার অন্যতম আসামি সোনাগাজী পৌর কাউন্সিলর মকসুদুল আলম ও তার সহযোগী মো. জাবেদকে গ্রেফতার করে পিবিআই। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মুকসুদুল আলমকে ঢাকা এবং তার সহযোগীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ১২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর