thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

তৈমুরকে কি অন্ধ করে ফেলবেন, প্রশ্ন সাইফের

২০১৯ এপ্রিল ১৩ ১৭:২৪:৫২
তৈমুরকে কি অন্ধ করে ফেলবেন, প্রশ্ন সাইফের

দ্য রিপোর্ট প্রতিবেদক: এবার থামুন, বাচ্চাকে কি অন্ধ করে ফেলবেন? ফটোগ্রাফারদের প্রতি বিরক্ত হয়ে এমন প্রশ্ন ছুড়লেন সাইফ আলী খান।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ছেলে তৈমুর ও কারিনা কাপুরকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফ। বিমানবন্দরে ফটোগ্রাফার তাদের দেখতে পেয়ে ক্রমাগত ছবি তুলতে থাকেন।

ফটোগ্রাফাররা তৈমুরের দিকে তাক করে ক্রমাগত ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে ছবি তুলতে থাকেন।

এ সময় ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে বিরক্ত হয়ে সাইফ তাদের বলেন, এবার থামুন, বাচ্চা তো অন্ধ হয়ে যাবে। তাকে কি অন্ধ করে ফেলবেন।

এ সময় ফটোগ্রাফাররা সাইফ ও কারিনাকে পোজ দিতে বলেন, তখন সাইফ বলেন- আপনাদের ছবি তুলতে হলে এমনি তুলে নিন, এই পোজ দেয়া খুব আজব লাগে।

তবে তৈমুরকে এ সময় বিরক্ত দেখায়নি। সে পুরো বিষয়টি উপভোগ করেছে বলেই মনে হচ্ছিল।

কারণ সে ফটোগ্রাফারদের মাঝখান দিয়ে যাওয়ার সময় তাদের দিকে তাকিয়ে হাতও নেড়েছিল।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর