thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে বৃদ্ধ নিহত

২০১৯ এপ্রিল ১৫ ১২:৪৬:৩৬
মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে বৃদ্ধ নিহত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় কালবৈশাখী ঝড়ে নিমার মিয়া (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের গৌরনগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রিয়াজ উদ্দিন জানান, সকালে কালবৈশাখী ঝড়ের সময় বৃদ্ধ নিমা ঘর থেকে বের হচ্ছিলেন। এ সময় ঝড়ের তাণ্ডবে ঘরের পাশে থাকা আম গাছের একটি বড় ডাল ঘরের ওপর ভেঙে পড়ে। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা নিহতের দাফনের জন্য উপস্থিত সরকারি অনুদান দেওয়ার চেষ্টায় আছি।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর