thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

২০১৯ এপ্রিল ১৬ ০১:১১:৪৯
পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

খুলনা ব্যুরো : খুলনাসহ সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন।

সিবিএ সভাপতি বলেন, ‘দীর্ঘ বৈঠকের পর ধর্মঘটসহ সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল ১০ সপ্তাহর মজুরী প্রদান এবং আগামী ১৮মে মজুরী কমিশন শ্রমিকদের হাজিরা খাতায় লিপিবদ্ধ করার প্রতিশ্রুতিতে এ ধমর্ঘট প্রত্যাতার করা হয়েছে।’

পাটকল শ্রমিকদের ৯৬ ঘন্টার ধর্মঘট চলাকালে ঢাকা শ্রম অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেএমসির চেয়ারম্যান, পরিচালক, পাটকল শ্রমিকলীগ এবং সারাদেশের সিবিএ-ননসিবিএ নেতারা।


(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ১৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর