thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে কাঁদলেন তাসকিন

২০১৯ এপ্রিল ১৬ ১৬:৫৮:০৬
বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে কাঁদলেন তাসকিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। দলে নতুন মুখ হিসেবে তাসকিন আহমেদের পরিবর্তে জায়গা করে নিয়েছেন আবু জাহেদ রাহি। প্রথমাবস্থায় নির্বাচকরা তাসকিনের ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করলেও শেষ পর্যন্ত দলে থাকা হলো না তাসকিনের।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডের একটিতেও জায়গা না পেয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই ভেঙে পড়লেন কান্নায়। অবশ্য তাসকিনের কান্না করাই তো স্বাভাবিক! বিপিএলে পাওয়া চোটের কারণে বেশ কদিন ছিলেন মাঠের বাইরে। এর আগের বছরটাও চোটে-চোটে কেটেছে। এবারের চোট থেকে সেরে ওঠবার জন্য তাসকিনের চেষ্টার কোনো কমতি ছিল না। তড়িঘড়ি করে খেলা শুরু করেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগও। জানান দিয়েছিলেন শতভাগ ফিটনেসেরও। এত কিছুর পরেও দলে না থাকায় ভেঙ্গে পড়েন তাসকিন।

সংবাদমাধ্যমের সাথে আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে তাসকিন বলেন, ‘সবাই তো ভালোই চায়, খারাপ চায় না কেউ। সামনে আরও সুযোগ আছে। আমি আমার চেষ্টা চালিয়ে যাবো। ডিপিএলের সুপার লিগটা আরও ভালো খেলার চেষ্টা করব।’

ম্যাচ ফিটনেস সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবাই যেটা ভালো মনে করেছে ওটাই করেছে। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি চেষ্টা করব ভালো করার।’

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর