thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

রাজশাহীর সমবায় মার্কেটের তিন দোকানে অগ্নিকাণ্ড

২০১৯ এপ্রিল ১৭ ১২:০৪:৫০
রাজশাহীর সমবায় মার্কেটের তিন দোকানে অগ্নিকাণ্ড

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর সমবায় মার্কেটের সামনের তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার ভোরের কোনো এক সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে তিনটি দোকান থাকা বেশ কিছু মালামাল পুড়ে গেছে।

তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ভোরের কোন এক সময়ে মার্কেটের নোভা মেটালিক নামের একটি দোকানে আগুন ধরে। পরে তা আরও দু'টি দোকানে ছড়িয়ে পড়ে।

তিনি জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভাতে শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় সকাল সোয়া ৭টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে জানিয়ে ফায়ার সার্ভিসের এই কমকর্তা বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা বের করার চেষ্টাও চলছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর