thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে কলেজ ছাত্রীর মৃত্যু

২০১৯ এপ্রিল ১৭ ২২:৫১:০৩
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে কলেজ ছাত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে গাজীপুর কোনাবাড়ীতে শারমিন আক্তার লিজা নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর সোয়া দুইটার দিকে কলেজে পরীক্ষা শেষে বাড়িতে যাওয়ার পথে কোনাবাড়ী কাচা বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিজা কলেজ পরীক্ষা শেষে কোনাবাড়ী কাচা বাজারের রাস্তা দিয়ে হেটে বাসায় ফেরার সময় রাজু পথরোধ করে প্রেম প্রস্তাব দেয়, লিজা প্রস্তাব প্রত্যাখ্যান করায় লিজার বুকের উপরে ছুরিকাঘাত করে রাজু। ছুরির আঘাতে লিজা মাটিতে পড়ে যায়।

আহত অবস্থায় কলেজ ছাত্রী শারমিন আক্তার লিজাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে নিলে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা রাজুকে আটক করে কোনাবাড়ী থানা পুলিশে সোপর্দ করে। বখাটে মোস্তাকিন রহমান রাজু কোনাবাড়ী আমবাগ মুছিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। সে কোনাবাড়ী লিংকনমিলিনিয়ন কলেজের প্রথম বর্ষের ছাত্র।

নিহত শারমিন আক্তার লিজা কোনাবাড়ী আমবাগ ঈদগা মাঠ এলাকার মোহাম্মদ শফিকের মেয়ে এবং কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজের মানবিক শাখার প্রথম বর্ষের ছাত্রী।

কোনাবাড়ী থানার ওসি (তদন্ত) কলিন্দ্রনাথ গোলদার জানান, নিহত শারমিন আক্তার লিজার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। নিহত পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত চলছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ১৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর