thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বিএনপি শপথ নিলে জাতীয় বেইমান হবে: কর্নেল অলি

২০১৯ এপ্রিল ১৭ ২৩:২৮:৪৮
বিএনপি শপথ নিলে জাতীয় বেইমান হবে: কর্নেল অলি

দ্য রিপোর্ট প্রতিবেদক : লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি ও ২০ দলীয় জোটের সমন্বয়ক কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, দেশের ১৬ কোটি মানুষকে অসম্মান করে বিএনপির নির্বাচিত এমপিরা শপথ নিলে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবেন।

বুধবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে বিএনপির সংসদে যাওয়ার প্রসঙ্গে কর্নেল অলি বলেন, বিএনপিকে বিপদে ফেলে লাভবান হতে এবং খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল করে এটা করা হচ্ছে। তিনি বলেন, জিয়া পরিবারের সঙ্গে তার আত্মিক সম্পর্ক। খালেদা জিয়া কখনও নিজের সুবিধার জন্য কারও সঙ্গে আপস করবেন না বলেই তার বিশ্বাস।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। নেত্রীর মুক্তির জন্য এই দলকেই উদ্যোগী হতে হবে। কারণ খালেদা জিয়া কোনো অন্যায় করেননি। রাজনৈতিকভাবে বিএনপিকে নির্মূল করার জন্য এটা করা হয়েছে। রাজনৈতিকভাবেই এটাকে মোকাবেলা করতে হবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ১৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর