thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

এবার বিয়ের পিড়িতে লিটন দাস

২০১৯ এপ্রিল ১৮ ১১:০৬:১৮
এবার বিয়ের পিড়িতে লিটন দাস

দ্য রিপোর্ট ডেস্ক : নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফিরেই বিয়ে সেরে ফেলেছেন মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান। বিয়ে সম্পন্নের পর আগামীকাল শুক্রবার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে মুমিনুল হকের।

সতীর্থদের এই বিয়ের রেসে এবার শামিল হলেন লিটন কুমার দাস। বুধবার (১৭ এপ্রিল) হিন্দু ধর্মীয় রীতিতে আশীর্বাদ হয়েছে তার। বিয়ের আনুষ্ঠানিকতা সারা হবে বিশ্বকাপ থেকে ফেরার পর।

লিটনের আশীর্বাদ অনুষ্ঠান হয়েছে দিনাজপুরে। পাত্রী সেখানকারই বাসিন্দা। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আশীর্বাদের জন্য নিজ শহরের বাসায় থাকায় এদিন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান-আবাহনী ম্যাচে খেলতে পারেননি লিটন।

আশীর্বাদের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার সময় ডিপিএলের সুপার লিগ সূচি নির্ধারিত হয়নি। পরে ম্যাচ ও আশীর্বাদ একদিনে হয়ে গেলে নিজ এলাকায় চলে যান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর