thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

দেশে ম্যালেরিয়া ঝুঁকিতে ১ কোটি ৮০ লাখ মানুষ

২০১৯ এপ্রিল ১৮ ১৩:২৮:৩৩
দেশে ম্যালেরিয়া ঝুঁকিতে ১ কোটি ৮০ লাখ মানুষ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের ১ কোটি ৮০ লাখ মানুষ ম্যালেরিয়া ঝুঁকিতে রয়েছে। এরমধ্যে ১৩টি জেলায় এ রোগের প্রাদুর্ভাব বেশি। জেলাগুলো হলো- রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, মংমনসিংহ, শেরপুর ও কুড়িগ্রাম।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে এক আলোচনা সভায় বক্তরা এ তথ্য দেন।

বক্তরা বলেন, ঝুঁকিপূর্ণ এসব এলাকার মধ্যে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পাহাড় এবং বনাঞ্চল বেষ্টিত হওয়ায় এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি। দেশের মোট ম্যালেরিয়া রোগীর ৯১ শতাংশ এইসব এলাকার।

আলোচনায় সভায় বক্তব্য রাখেন, রোগতত্ত্ব নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ও কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল লাইন ডিরেক্টর ডা. সানিয়া তহমিনা, ব্র্যাকের ওয়াশ প্রোগ্রামের পরিচালক আকরামুল ইসলাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর