thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

গাজীপুর কারাগারে হাজতির মৃত্যু

২০১৯ এপ্রিল ১৯ ১৩:১২:৪৫
গাজীপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলা কারাগারে মাসুদ মিয়া (২২) নামের এক মাদক মামলার আসামি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

হাজতি মাসুদ মিয়া ময়মনসিংহের হালুয়াঘাট থানার পূর্ব সাকনাইন গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মো. নেছার আলম জানান, বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পর তার বুকে ব্যথা শুরু হয়। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর সদর থানা পুলিশের এসআই মো. জয়নাল আবেদীন জানান, গত ২২ ফেব্রুয়ারি বাসন থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার মাসুদ মিয়াকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তিনি গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় হাতেম আলীর বাসায় ভাড়া থাকতেন।

(দ্য রিপোর্ট /একেএমএম/এপ্রিল ১৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর