thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ঝিনাইদহে আ'লীগ কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

২০১৯ এপ্রিল ২০ ০০:২৯:০৯
ঝিনাইদহে আ'লীগ কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জামিরুল ইসলাম (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার আটলে বাজারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামের মজনু মিয়ার ছেলে জামিরুল ইসলাম শুক্রবার রাত পৌনে ৯টার দিকে আটলে বাজারে হার্ডওয়্যারের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাজার থেকে কিছুদূর যাওয়ার পর ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা প্রথমে তাকে কুপিয়ে জখম ও পরে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

এ ব্যাপারে মধুহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত জামিরুল ইউনিয়ন আওয়ামী লীগকর্মী।

গত উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় তাকে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ২০,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর