thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

২০১৯ এপ্রিল ২০ ১১:৫৯:১২
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় চালকসহ দুটি সিএনজি অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। নিহতের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার আলালপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন দুই ভাই ইউনুস (৬০) ও কদ্দুস (৩৫)। বাড়ি ফুলপুর উপজেলার বাওলা ইউনিয়নের হাতিবান্দা গ্রামে। তাদের বাবার নাম মোর্শেদ আলী।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে মরদেহ থাকা ওই দুই নিহতের এক স্বজন জানান, তারা তারাকান্দা উপজেলা থেকে ময়মনসিংহ শহরের দিকে আসছিলেন। পথে আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহামুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, তারাকান্দা ময়মনসিংহগামী একটি ট্রাক আলালপুরে পৌঁছালে ট্রাকের এক চাকা পাংচার হয়ে যায়।

এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/ এপ্রিল ২০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর