thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

গাজীপুরে একই ছুরিতে স্বামী-স্ত্রীর মৃত্যু

২০১৯ এপ্রিল ২১ ১১:০৮:১৮
গাজীপুরে একই ছুরিতে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ছুরি মেরে হত্যা করার পর একই চাকু নিজের পেটে ঢুকিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।

শনিবার রাতে হরতুকিতলা গ্রামে এমন নির্মম ঘটনা ঘটে।

নিহত ফাহিমা শেরপুর সদর থানার মাইকপাড়া ও মফতুল একই থানার মালিনপারা গোনাইমিয়া গ্রামের বাসিন্দ।

স্থানীয়রা জানান, নিহত ফাহিমা বেগম নায়াগ্রা নামে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতো। সন্ধ্যায় কারখানা ছুটির পর বাড়িতে আসা মাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা সাবেক স্বামী মফতুল ইসলাম তাকে এলোপাথাড়ি ছুরি মারে। এসময় ফাহিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ঘাতক একটু দূরে গিয়ে একই ছুরি নিজের পেটে ঢুকিয়ে পুকুরের পানিতে লাফ দেয়। পরে গ্রামবাসী মফতুল ও ফাহিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিন বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সাংসারিক কলহের কারণে ছয় মাস আগে তাদের ছাড়াছাড়ি হওয়ার পর ফাহিমা গাজীপুর এসে চাকরি নেয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর