thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

হাটহাজারীতে পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ আটক ১

২০১৯ এপ্রিল ২২ ১০:৪১:৫২
হাটহাজারীতে পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ আটক ১

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ সাহাবুদ্দিন মাহমুদ ওরফে শিপু (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (২১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার কামালপাড়া বায়তুস সালাহ জামে মসজিদ থেকে তাকে আটক করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জনান, গোপন সংবাদের ভিত্তিতে শিপুকে হাটহাজারী উপজেলা গেটে গ্রেফতারের চেষ্টা করা হয়। এসময় তিনি দৌড়ে পালিয়ে যান। শিপু পালিয়ে মুসল্লি সেজে একটি মসজিদে প্রবেশ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। পরে মসজিদ থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, সাহাবুদ্দিন মাহমুদ ওরফে শিপু পৌর এলাকার পূর্ব আলমপুর আলী হোসেন মাতব্বরের বাড়ির মৃত ইউনুচ মিয়ার পুত্র। হাটহাজারী উপজেলা ভূমি অফিসের বিপরীতে ফয়জিয়া মেডিসিন হাউজ নামে তার গবাদিপশুর ওষুধের দোকান রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২২, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর