thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

রাঙ্গুনিয়ায় চান্দের গাড়িচাপায় নিহত ৪

২০১৯ এপ্রিল ২৫ ১০:০৫:৪১
রাঙ্গুনিয়ায় চান্দের গাড়িচাপায় নিহত ৪

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উল্টে গিয়ে চার শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর ৪টার দিকে রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা ইটভাটার শ্রমিক বলে জানান স্থানীয়রা।

রাঙ্গুনিয়া থানার এসআই মো. ইসমাইল জানান, ভোর ৪টার দিকে মরিয়মনগর চৌমুহনী থেকে চান্দের গাড়িটি রাঙ্গুনিয়ার ইসলামপুরের ইটভাটায় যাচ্ছিল।

এ সময় ওই এলাকায় চাঁন্দের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উল্টে গেলে ঘটনাস্থলেই চার ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়।

নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান এসআই।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর