thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

আদিতমারীতে 'বন্দুকযুদ্ধে' মাদকবিক্রেতা গুলিবিদ্ধ

২০১৯ এপ্রিল ২৫ ১০:৩৫:৫০
আদিতমারীতে 'বন্দুকযুদ্ধে' মাদকবিক্রেতা গুলিবিদ্ধ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর হোসেন (৩২) নামে এক মাদকবিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ভাদাই ইউনিয়নের স্বর্ণামতি সেতুর পশ্চিমপাড়ে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

গুলিবিদ্ধ আলমগীর হোসেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী ডিক্রীরচর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি এলাকার রেজ্জাকুল হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি মাদকবিক্রেতা আলমগীর হোসেনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে তাকে সঙ্গে নিয়ে অভিযানে যাওয়ার পথে স্বর্ণামতি সেতু এলাকায় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আলমগীরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশ চার রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে আলমগীরের দুই পায়ে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর