thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

নড়াইলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করলেন মাশরাফি

২০১৯ এপ্রিল ২৫ ২৩:১০:০৭
নড়াইলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করলেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি : নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে এ কর্নারের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আজিমউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সিকদার প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাশরাফি বলেন, শিক্ষার্থীরা কর্নারে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই পড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির পিতা সম্পর্কে জানতে পারবে। আমি বিশ্বাস করি, নড়াইলের প্রতিটি স্কুলে এ রকম উদ্যোগ নেওয়া হবে। শিক্ষকরা এই শিক্ষা যদি স্কুল পর্যায় থেকে দেন তাহলে সবাই সততার সঙ্গে বড় হবে। অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফিকে সম্মাননা দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ২৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর