thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

জেট এয়ারওয়েজের ‘ধাক্কা’ লাগল বোয়িং-এর গায়ে

২০১৯ এপ্রিল ২৫ ২৩:২২:০৪
জেট এয়ারওয়েজের ‘ধাক্কা’ লাগল বোয়িং-এর গায়ে

দ্য রিপোর্ট ডেস্ক : জেট এয়ারওয়েজের ধাক্কা গিয়ে লাগল এ বার বোয়িং-এর মতো মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থার গায়েও। তুলনায় হাল্কা হলেও, সেই ধাক্কাটা লাগল বোয়িং-এর ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস-এর গায়েও। দুই নামজাদা সংস্থাকেই সইতে হল আর্থিক ক্ষয়ক্ষতির ধকল। খবর আনন্দবাজারের।

জেটকে যে ২১০টি উড়ান বেচার কথা ছিল বোয়িং-এর, তার সবগুলিই বাতিল হল। তার মধ্যে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জেটকে ১১৯টি বিমান দেওয়ার কথা ছিল বোয়িং-এর। এয়ারবাসের কথা ছিল ৫৮টি বিমান বেচার। তার ফলে, বোয়িং-এর কিছুটা আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংস্থার ফিনান্স ডিরেক্টর গ্রেগ স্মিথ।

বিশেষজ্ঞরা বলছেন, যে সব কারণে জেট এয়ারওয়েজকে বসিয়ে দিতে হয়েছে তার সবক’টি উড়ান, সেই একই কারণে লোকসানের ধাক্কা সইতে হচ্ছে বোয়িং, এয়ারবাসের মতো বিমান প্রস্তুতকারক সংস্থাগুলিকেও।

বোয়িং, এয়ারবাসের মতো আন্তর্জাতিক বিমান প্রস্তুতকারক সংস্থাগুলি এখন জেট এয়ারওয়েজের মতো বিভিন্ন দেশের বেসরকারি উড়ান সংস্থাগুলিকে বিমান বেচার উপরেই বেশি গুরুত্ব দেয়। জেট এয়ারওয়েজ তার পরিষেবা বন্ধ করে দেওয়ার ফলে কিছুটা হলেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হল বোয়িং ও এয়ারবাসের মতো সংস্থাকেও।


(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ২৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর