thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

মাদকাসক্ত ছেলের হাতে মা ও নানি খুন

২০১৯ এপ্রিল ২৬ ০৯:৩৯:৪৬
মাদকাসক্ত ছেলের হাতে মা ও নানি খুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ইমরান হোসেন নামে এক মাদকাসক্ত যুবক মা ও নানিকে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৌর এলাকার নওদা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ মহেশপুর উপজেলার নওদা গ্রামের মৃত নুর মহম্মদের স্ত্রী শামছুন নাহার (৮০) ও তার মেয়ে মর্জিনা খাতুন (৪৫)। মর্জিনা খাতুন মহেশপুর বালিকা বিদ্যালয়ের ল্যাব অ্যাসিসটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

প্রায় ২০ বছর আগে মায়ের সঙ্গে বাবার বিবাহ বিচ্ছেদের পর ইমরান হোসেন মায়ের সঙ্গে মহেশপুরের নওদা গ্রামে নানা নুর মোহম্মদের বাড়িতে থাকতো। ইমরান হোসেন ঝিনাইদহ জেলা শহরের হামদহ এলাকার এনায়েত উল্লাহর ছেলে।

মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, ইমরান হোসেন মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। প্রায়ই সে মা মর্জিনা খাতুন ও নানি শাসুন্নাহারকে মারধর করতো। এরই ধারাবাহিকতায় রাতে হয়তো ওষুধ খাওয়ানো নিয়ে মা ও নানির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে বাড়ি থেকে পালিয়ে যায়।

যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শারমিন জানান, শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে রক্তাক্ত অবস্থায় মা-মেয়েকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর