thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

স্টেইনের আইপিএল শেষ, বিশ্বকাপেও খেলা হচ্ছে না!

২০১৯ এপ্রিল ২৬ ১১:০৭:৩৯
স্টেইনের আইপিএল শেষ, বিশ্বকাপেও খেলা হচ্ছে না!

দ্য রিপোর্ট ডেস্ক: কাঁধের ইনজুরিতে পড়ে চলতি আইপিএল থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার গতিতারকা ডেল স্টেইন। এতে বিশ্বকাপে তার খেলা নিয়ে শংকা দেখা দিয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন স্টেইন। একে সামনে রেখে নিজেকে ঝালিয়ে নিতে আইপিএলে খেলতে এসেছিলেন তিনি। রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নেমেছিলেন ডানহাতি এ পেসার। সেই ম্যাচে ডান কাঁধে চোট পান অভিজ্ঞ বোলার। এ জন্য ছুরি-কাঁচির নিচেও যেতে হতে পারে তাকে।

স্টেইন আইপিএল ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন। শোনা যাচ্ছে, গিয়েই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কাঁধের অস্ত্রোপচার করাবেন তিনি। এমনটি হলে বিশ্বকাপে অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়বে তার। কারণ প্রোটিয়া এ তারকার সেরে উঠতে বেশ সময় লাগবে।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে ওভালে স্বাগতিকদের বিপক্ষে লড়াই দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর