thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

দল বহিষ্কার করলেও সংসদ সদস্য পদ যাবে না: আইনমন্ত্রী

২০১৯ এপ্রিল ২৬ ১৭:২৪:১১
দল বহিষ্কার করলেও সংসদ সদস্য পদ যাবে না: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের যে বা যারা শপথ নিচ্ছেন দল থেকে বহিষ্কার করা হলেও তাদের সংসদ সদস্য পদে কোনো প্রভাব পড়বে না।

শুক্রবার দুপুরে তার নির্বাচনী এলাকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারগাছ এন. আই. ভূইয়া ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় আইনমন্ত্রী আরো বলেন, সংবিধানে বলা হয়েছে, সংসদে দলের বিপক্ষে ভোট দিলে বা দল থেকে পদত্যাগ করলে সংসদ সদস্য পদ বাতিল হবে। দল কাউকে বহিষ্কার করলে সদস্য পদ বাতিল হবে না।

এর আগে মন্ত্রী কলেজ ক্যাম্পাসে সুধী সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় কসবা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, রুহুল আমীন ভূইয়া বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।


(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ২৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর