thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

চুয়াডাঙ্গায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

২০১৯ এপ্রিল ২৭ ১২:১৩:৫৯
চুয়াডাঙ্গায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় চোর সন্দেহে এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এছাড়া চুরির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।

নিহত ফারুক হোসেন (২২) জেলা শহরের থানা কাউন্সিল পাড়ার আবু বকর সিদ্দিকীর ছেলে।

শনিবার ভোরে শহরের রেলবাজার এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান বলেন, ভোরের দিকে রেলবাজার এলাকা দোকানে চুরির সময় কয়েকজনকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। অন্যরা পালিয়ে গেলেও এলাকাবাসী ফারুককে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া চুরির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর