thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

পাবনায় প্রবাসী যুবককে গলা কেটে হত্যা

২০১৯ এপ্রিল ২৮ ১১:৫০:৪৫
পাবনায় প্রবাসী যুবককে গলা কেটে হত্যা

পাবনা প্রতিনিধি: জেলার বেড়া উপজেলার আমিনপুরে নুরুজ্জামান (২৮) নামের সিঙ্গাপুর প্রবাসী এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৮ এপ্রিল) সকালে পার্শ্ববর্তী চরকান্দি গ্রামের একটি মাঠ থেকে নুরুজ্জামানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নুরুজ্জামান উপজেলার আমিনপুর থানার জাতসাকিনী ইউনিয়নের সিংহাসন গ্রামের কাবিল প্রামানিকের ছেলে।

আমিনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মঈনুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নুরুজ্জামান ৫ থেকে ৭ বছর সিঙ্গাপুরে একটি কনস্ট্রাকশন ফার্মে কাজ করতেন। সম্প্রতি সেই কোম্পানি কক্সবাজারে কাজ পেলে ৬ মাস আগে নুরুজ্জামান কক্সবাজারে এসে কাজে যোগ দেন।

তিনি জানান, দশদিন আগে গ্রামের বাড়িতে তিনি নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি। রোববার সকালে বাড়ির পাশে চরকান্দি গ্রামের মাঠের মধ্যে তার লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, নিহতের গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর