thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

সুস্মিতার যে ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই

২০১৯ এপ্রিল ২৮ ১৪:০০:২১
সুস্মিতার যে ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই

দ্য রিপোর্ট ডেস্ক: বয়সে ১৫ বছরের ছোট মডেল রোহমান শালের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এ খবর প্রকাশ্যই।

রোহমানের সঙ্গে মন দেয়া-নেয়ার কথা স্বীকার করে সুস্মিতা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে যাচ্ছেন নিয়মিতই।

আর ভক্তরাও সেসব পোস্ট পড়ে সব খবরই জানছেন এ প্রেমযুগলের। এবার সরাসরি না জানালেও নতুন যে খবরের দিকে ইঙ্গিত দিলেন সুস্মিতা তাহলো, রোহমানের সঙ্গে বাগদান সেরেছেন তিনি!

গতকাল সুস্মিতার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি তাই বলছে। ছবিটি ইতিমধ্যে ভাইরাল। এটি নিয়ে ভারতীয় সিনেপ্রেমীদের মাঝে হইচই পড়ে গেছে।

প্রেমিক রহমানের সঙ্গে পোস্ট করা ওই ছবিতে সাদা হীরার মাঝে নীল স্যাফায়ার বসানো সুস্মিতার হাতের আংটিকে এনগেজমেন্ট রিং বলে বিশ্বাস নেটজনতার।

অনেক ভক্তই সুস্মিতার সেই পোস্টে এ জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন।যদিও ছবির ক্যাপশনে এ বিষয়ে কিছুই লিখেননি সুস্মিতা।

এদিকে বলিমহলেও এ ছবিকে কেন্দ্র করে গুঞ্জন ছড়িয়েছে, সম্পর্ককে পাকাপোক্ত করেছেন সুস্মিতা-রহমান, আংটিবদল করেছেন তারা।

ওই ছবির ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, ‘নিঃশর্তের ভালোবাসাকে কঠিনই মনে হয়, কারণ আমরা শর্তসাপেক্ষ হতেই অভ্যস্ত... মন না মাথা কাকে অনুসরণ করব এটা বেছে নেয়া বেশ চ্যালেঞ্জিং। শর্তের অবস্থান মস্তিষ্কে আর ভালোবাসার অবস্থান হৃদয়ে! প্রেম আসলে একটা বোনাস। নিঃশর্তভাবে তোমার রহমান!’

এভাবেই মডেল রোহমান শালের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন এ বলিউড সেনসেশন। এর আগেও রোহমানের প্রেমে কেমন হাবুডুবু খাচ্ছেন তা জানিয়েছিলেন সুস্মিতা।

ইনস্টাগ্রামে প্রকাশ্যে জানিয়েছিলেন, রোহমানের সঙ্গে পালিয়ে যেতে চান তিনি।

সাবেক বিশ্বসুন্দরীর ইন্সটাগ্রামে লিখেছিলেন, ‘আমি সবচেয়ে খুশি থাকি যখন তোমার খুশির আশপাশে থাকি। আমার ভাবতে অবাক লাগে যে, আমি তোমার সঙ্গে পাগলামি করতে ভালোবাসি। চলো, পালিয়ে যাই।’

বাগদান সেরেছেন কিনা সে বিষয়ে সুস্মিতা কিছু না জানালেও এ বছরের শেষের দিকে যে রোহমানের সঙ্গে মালা বদল করবেন সে বিষয়ে অনেক ইঙ্গিতই দিয়েছেন তিনি।

এ যুগলের প্রেম বিষয়ে সুস্মিতার এক ঘনিষ্ঠ বন্ধু ভারতের গণমাধ্যমকে জানিয়েছিলেন, এক ফ্যাশন শোয়ে দুজনের দেখা হয়। এর পর ধীরে ধীরে তা সম্পর্কে গড়ায়। এবার ওরা বিয়ের পরিকল্পনা করছে। নিজেদের মধ্যে এ নিয়ে বহু আলোচনা চলছে ওদের। হয়তো পরের বছরই বিয়ে করবে ওরা…।

সুস্মিতার বয়স এখন ৪২। আর রোহমানের ২৭। বলিউড সূত্রের খবর, সুস্মিতাকে প্রস্তাবও করেছেন রোহমান। সুস্মিতাও সাড়া দিয়েছেন।

সুস্মিতার মেয়েদের সঙ্গেও ভালো সম্পর্ক রোহমানের। তাই রোহমানের সঙ্গে প্রেমের বিষয়টি প্রকাশ্যে শেয়ার করছেন এ নায়িকা।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর