thereport24.com
ঢাকা, শনিবার, ১৯ জুলাই 25, ৩ শ্রাবণ ১৪৩২,  ২৩ মহররম 1447

সরকারি কর্মকর্তাদের গাড়ির ঋণের সার্ভিস চার্জ ১ শতাংশ

২০১৯ এপ্রিল ২৮ ১৪:০৮:৩৭
সরকারি কর্মকর্তাদের গাড়ির ঋণের সার্ভিস চার্জ ১ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য এককালীন সুদমুক্ত ৩০ লাখ টাকা ঋণের ১ শতাংশ সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে।

গত ২৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এই আদেশ অনুযায়ী প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের গাড়িঋণ প্রক্রিয়াকরণে ৩০ লাখ টাকার জন্য ৩০ হাজার টাকা চার্জ দিতে হবে।

নীতিমালা অনুযায়ী প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তারা হচ্ছেন- সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিবরা।

আদেশে বলা হয়েছে, ‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়িসেবা নগদায়ন নীতিমালা, ২০১৮ (সংশোধিত)’ অনুযায়ী প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি কেনা এবং এর আনুষঙ্গিক অন্যান্য খরচাদি যেমন রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স টোকেন ইত্যাদি সকল খরচ নির্বাহের জন্য এককালীন সুদমুক্ত ঋণ বাবদ ৩০ লাখ টাকা নির্ধারণ করা হলো। এ সুদমুক্ত ঋণসুবিধা গ্রহণের ক্ষেত্রে ১ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। এতে অর্থ বিভাগের নির্দেশনা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর