thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

দুই এমপির শপথের বিষয়ে বিএনপির সিদ্ধান্ত আজ

২০১৯ এপ্রিল ২৯ ১০:১০:৪৪
দুই এমপির শপথের বিষয়ে বিএনপির সিদ্ধান্ত আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুই নির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবে কি না- এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত সোমবারের মধ্যে তাঁদের জানিয়ে দেওয়া হবে।

রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচিত দুজনকে ডেকে নিয়ে তা জানিয়ে দেওয়া হয়।

ওই দুজন হলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত উকিল আবদুস সাত্তার ও দলের যুগ্ম মহাসচিব চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হারুনুর রশিদ।

জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত নেতাকে গুলশান অফিসে সৌজন্য সাক্ষাতের জন্য ডাকেন। তাঁরা এলে তাঁদের জানিয়ে দেওয়া হয় সোমবারের মধ্যে শপথ নেওয়া বা না নেওয়ার বিষয়টি জানাবে দল।

জানতে চাইলে উকিল আবদুস সাত্তার বলেন, ‘আমাদের মহাসচিব ডেকেছিলেন। আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি। আগামীকালের মধ্যে বিএনপি অবস্থান জানাবে।’

এ নিয়ে এর আগে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী রুদ্ধদ্বার বৈঠক করেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি থেকে জয়ী মো. জাহিদুর রহমান গত ২৪ এপ্রিল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। গতকাল রাতে তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বাকিরা শপথ নিলে তাঁদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

গত বছরের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর