thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

চট্টগ্রামে দুই মেয়েসহ মায়ের আত্মহত্যা

২০১৯ এপ্রিল ৩০ ০৯:৩০:২৫
চট্টগ্রামে দুই মেয়েসহ মায়ের আত্মহত্যা

চট্টগ্রাম প্রতিনিধি: জেলার রাঙ্গুনিয়া উপজেলায় দুই মেয়ে শিশুসহ এক মা বিষপান করে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার শিকদারপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা ডেইজি আক্তার ও তার দুই শিশু মেয়ে ইজা (৬) আক্তার ও ইসরাত নূর (৪)।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে ডেইজি আক্তার তার দুই শিশু মেয়েকে নিয়ে বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর