thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

পুঁজিবাজারে স্মল-ক্যাপের উদ্বোধন মঙ্গলবার

২০১৯ এপ্রিল ৩০ ১৬:০৯:৫০
পুঁজিবাজারে স্মল-ক্যাপের উদ্বোধন মঙ্গলবার

দ্য রিপোর্ট ডেস্ক : অবশেষে পুঁজিবাজারে বহুল প্রত্যাশিত স্মল-ক্যাপ বোর্ড উদ্বোধন হচ্ছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এর উদ্বোধন করবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম। স্বল্প ও মাঝারি মূলধনী কোম্পানির লেনদেন হবে এখানে। এর আগে বিএসইসির ৬৪২তম কমিশন সভায় এ আইনটির চূড়ান্ত অনুমোদন দেয় কমিশন।

ডিএসই সূত্রে জানা গেছে, এই বাজারের জন্য ইতোমধ্যে দেশি-বিদেশি ১০টির মতো কোম্পানি আবেদন করেছে। আগামীকাল অর্থমন্ত্রীর উদ্বোধনের পর কোম্পানিগুলোর সঙ্গে সাইনিং হবে।

এর আগে ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি স্বল্প মূলধনী কোম্পানির জন্য ‘স্মল-ক্যাপ বোর্ড’ নামে নতুন বাজার গঠনের অনুমোদন দেয় বিএসইসি। . বিএসইসির ওই অনুমোদন অনুযায়ী, স্বল্প মূলধনী কোম্পানি তালিকাভুক্তির জন্য কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের মাধ্যমে পুঁজি উত্তোলন করতে হবে। আর এসব কোম্পানির শেয়ার শুধু কোয়ালিফায়েড ইনভেস্টররা লেনদেন করতে পারবেন। এরই অংশ হিসেবে কোয়ালিফায়েড ইনভেস্টর অফার নীতিমালার খসড়া অনুমোদন দেয় বিএসইসি।

স্বল্প মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য : কোয়ালিফায়েড ইনভেস্টর বলতে বিনিয়োগসংক্রান্ত সম্যক ধারণা রয়েছে এমন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ নিট সম্পদধারী ব্যক্তিদের বোঝাবে। কোয়ালিফায়েড ইনভেস্টরদের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ভিন্ন ধরনের বিও হিসাব প্রণয়ন করবে। স্বল্প মূলধনী প্রতিষ্ঠান হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য কোম্পানির পরিশোধিত মূলধন কমপক্ষে পাঁচ কোটি টাকা থাকতে হবে। আর তালিকাভুক্তির পর পরিশোধিত মূলধন কমপক্ষে ১০ কোটি টাকায় উন্নীত করতে হবে। তবে সর্বোচ্চ পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার নিচে থাকতে হবে।

(দ্য রিপোর্ট/এনটি/ এপ্রিল ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর