thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ফখরুলকে বাদ দিয়ে শপথ বিএনপির অপকৌশল : হানিফ

২০১৯ মে ০১ ১২:৫০:২৮
ফখরুলকে বাদ দিয়ে শপথ বিএনপির অপকৌশল : হানিফ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাববুব উল আলম হানিফ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম শপথ না নিয়ে অন্য কয়েকজনের শপথ এবং সংসদে যোগদান একটি রাজনৈতিক কৌশল। এটা আসলে কৌশল নয়, এটা অপকৌশল। এ অপকৌশল বাংলাদেশের জনগণ মেনে নেবে না। লন্ডন থেকে প্রেসক্রিপশন দেয়ার কারণে মির্জা ফখরুল শপথ নেননি। তিনি শপথ না নিয়ে মহাসচিব পদ রক্ষা করলেন।

বুধবার (১ মে) বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রমিক লীগের র‌্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। মে দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বঙ্গবন্ধু এভিনিউয়ে এসে শেষ হয়। আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান র‌্যালিতে নেতৃত্ব দেন।

বিএনপির সমালোচনা করে হানিফ আরও বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। এই দলের নেতা খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া দুর্নীতির দায়ে অভিযুক্ত। এক নেতা জেল খাটছেন, আরেক নেতা লন্ডনে পালিয়ে আছেন। তাদের কাছে গণতন্ত্র আশা করা যায় না।

বর্তমান সরকার শ্রমিকদের জন্য অনেক সুযোগ-সুবিধা দিয়েছে বলেও দাবি করেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর