thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

২০১৯ মে ০১ ১৫:৪২:৫৭
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ধারের ৫ হাজার টাকা চাওয়া নিয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই জিয়ারুল মন্ডল (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছোট ভাই কাজিম মন্ডলকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে ঈশ্বরদী পৌর এলাকার নুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল মন্ডল নুর মহল্লার মন্টু মন্ডলের ছেলে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বড় ভাই জিয়ারুল ছোট ভাই কাজিমের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন। বুধবার সকালে এই টাকা চাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই কাজিম ধারালো ছুরি দিয়ে জিয়ারুলকে কুপিয়ে আহত করে।
গুরুতর আহত অবস্থায় বড় ভাই জিয়ারুল মন্ডলকে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকাবাসী ছোট ভাই কাজিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পরে পুলিশ বড় ভাইয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ০১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর