thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই বোন নিহত

২০১৯ মে ০১ ১৮:২০:৩২
সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই বোন নিহত

সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ থেকে ১৫ জন। নিহতরা হলেন- জৈন্তাপুরের ফুলবাড়ি গ্রামের শওকত আলীর দুই মেয়ে লুবনা বেগম (১০) ও অহনা বেগম (৭)।

বুধবার দুপুরের দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের কাটাগাং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সিলেট-জ ০৪০০৯৯ নং এর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাস উল্টে গেলে প্রাণ যায় দুজনের।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মঈনুল বলেন, বাসটি সিলেট নগরীর দিকে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুজনের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর