thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

দোয়া চাইলেন মাশরাফি, ভুল হলে ক্ষমাও

২০১৯ মে ০১ ২১:১৬:১৬
দোয়া চাইলেন মাশরাফি, ভুল হলে ক্ষমাও

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বকাপের উন্মোচিত জার্সিতে লাল-সবুজের লাল রং না থাকাই সমালোচনার ঝড় ওঠে। সেই জার্সি শেষ পর্যন্ত বদলের অনুমতি নেওয়া হয়েছে আইসিসির থেকে। জার্সি নিয়েই বাংলাদেশ ক্রিকেট ভক্তদের এতো আবেগ। ক্রিকেট নিয়ে আবেগের কথা তাই বলার অপেক্ষা রাখে না। ক্রিকেট পাগল এই ভক্তদের কথা মাথায় রেখে বুধবার সকালে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মাশরাফিবাহিনী। আয়ারল্যান্ড সফর শেষে বিশ্বকাপ খেলে দেশে ফিরবেন তারা। বিশ্বকাপের জন্য তাই সবার কাছে দোয়া চেয়েছেন দলীয় অধিনায়ক মাশরাফি।

ডাবলিনের ফ্লাইট ধরার আগে শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া মাশরাফি বলেন, 'বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভুল-ত্রুটি কিছু হলে ক্ষমা করবেন। সবাই বাংলাদেশ দলের পাশে থাকবেন। বিশ্বকাপে ইনশা-আল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করবো।' মুশফিকুর রহিম তার নিজস্ব ফেসবুকে লেখেন, 'বিশ্বকাপ মিশন শুরু করছি। সবাই দোয়া করবেন।' নিজের ফেসবুক পেজে তামিম ইকবাল বাংলাদেশের বিশ্বকাপ দলের ছবি এবং বিশ্বকাপের লোগো ব্যবহার করে এক ভিডিও দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, 'দোয়া করবেন।'
বিশ্বকাপের জন্য যাত্রা করা মুস্তাফিজের সেলফি। ছবি: মুস্তাফিজের নিজস্ব ফেসবুক পেজ থেকে নেওয়া।

বিশ্বকাপে মাশরাফির যেখানে শেষ, মুস্তাফিজের সেখানে শুরু। বাঁ-হাতি পেসার বলেন, 'বিশ্বকাপ বড় আসর। বড় আসরে বড় লক্ষ্য নিয়েই যেতে হয়। আমরাও লক্ষ্য বড় ধরেই যাচ্ছি। দোয়া করবেন যেন লক্ষ্য পূরণ করে ফিরতে পারি।' মেহেদী মিরাজেরও এটা প্রথম বিশ্বকাপ। তিনি বলেন, 'লম্বা সফরে যাচ্ছি আমরা। সফরটা যেন ভালোভাবে শেষ করে আসতে পারি, সেই দোয়া করবেন। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো।'

মুস্তাফিজ-মেহেদির যেখানে প্রথম বিশ্বকাপের চাপ। সৌম্য সরকার এবং সাব্বিরের সেখানে দ্বিতীয় বিশ্বকাপে সিনিয়র হওয়ার চাপ। দেশ ছাড়ার আগে সৌম্য বলেন, 'বড় মঞ্চে নিজেকে মেলে ধরার চেষ্টা করব। লম্বা ইনিংস খেলার লক্ষ্য নিয়ে যাচ্ছি। এটা আমার দ্বিতীয় বিশ্বকাপ। এবার সবার প্রত্যাশা বেশি। আগের ভুল এবার করা যাবে না।' সাব্বির রহমান জানালেন, 'অবশ্যই ভালো করার চেষ্টা করব। আগের বিশ্বকাপে মোটামুটি ভালো খেলেছি। চেষ্টা করব এবারও সেভাবে খেলতে।'

বিশ্বকাপে মিডল অর্ডারে বাংলাদেশ দলের ভরসা হয়ে ওঠা মোহাম্মদ মিঠুন বলেন, 'প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছি। অনেক রোমাঞ্চিত, সেটা বলব না। শতভাগ দেওয়ার চেষ্টা করব। দেশের মানুষের কাছে একটাই চাওয়া, আমাদের জন্য দোয়া করবেন এবং আস্থা রাখবেন।' সাইফউদ্দীনও বললেন তেমনটা, 'আমাকে যেহেতু বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে, টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো।'
আয়ারল্যান্ড ও বিশ্বকাপের দলে থাকা দলের তরুণ বহর। ছবি: সাব্বিরের ফেসবুক থেকে নেওয়া

রুবেল হোসেন জানিয়ে দিলেন দলের লক্ষ্য বিশ্বকাপে সেমিফাইনাল খেলা, 'আমরা বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। আমাদের লক্ষ্য সেমিফাইনাল। আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা ভালো ক্রিকেট খেলেই বিশ্বকাপে যাচ্ছি।' তাসকিন আহমেদ আবার বিশ্বকাপ দলের সদস্য নন। আয়ারল্যান্ড সফরেরও ছিলেন না। তবে পরে অন্তভূক্ত করা হয়েছে তাকে। তার সামনে খোলা আছে আয়ারল্যান্ড সফরের দলে ঢুকে বিশ্বকাপে জায়গা করে নেবার, 'আয়ারল্যান্ড সফরের জন্য যাচ্ছি। দোয়া করবেন, আয়ারল্যান্ডে ভালো খেলে যেন বিশ্বকাপ দলে ঢুকতে পারি।'

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ০১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর