thereport24.com
ঢাকা, রবিবার, ৯ ফেব্রুয়ারি 25, ২৬ মাঘ ১৪৩১,  ১০ শাবান 1446

রাজধানীতে শনিবার শুরু হচ্ছে সপ্তম যাকাত ফেয়ার

২০১৯ মে ০২ ২১:৪১:২৫
রাজধানীতে শনিবার শুরু হচ্ছে সপ্তম যাকাত ফেয়ার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ‘মেকিং এ ডিফারেন্স উইথ যাকাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৪ মে থেকে সপ্তমবারের মতো শুরু হচ্ছে যাকাত ফেয়ার। রাজধানী কৃষিবীদ ইন্সটিটিউশনে দিনব্যাপী এ ফেয়ারের উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার ফেয়ার উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের যাকাত ফেয়ারে স্পন্সর হিসেবে রয়েছে এক্সিম ব্যাংক, রহিমআফরোজ, কোহিনূর ক্যামিকেল, মিরপুর সিরামিক্স, লে মেরিডিয়ান, রহিম স্টিল, বেস্ট হোল্ডিংস লিমিটেডসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। ফেয়ারে বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানের স্টলসহ যাকাত ফেয়ারে যাকাত কনসালটেশন ডেস্ক, বিভিন্ন ইসলামিক বইয়ের স্টল থাকবে।

সংবাদ সম্মেলনে ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য সচিব এ এম এম নাসির উদ্দিন বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র দূরীকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে যাকাত ফেয়ারের আয়োজন করা হয়েছৈ। এ ফেয়ার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

তিনি বলেন, এ ফেয়ারের মাধ্যমে দেশের বিত্তশালীসহ সংশ্লিষ্ট সকলকে ব্যক্তিগত যাকাতের সঠিক হিসাব নিরুপনসহ ব্যবসায় যাকাত নির্ণয় পদ্ধতি জানতে সহায়কা হবে।

তিনি জানান, এবারের যাকাত ফেয়ারে মোট চারটি অধিবেশন অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্য থাকবে পৃথক ও বিশেষ প্রশ্নোত্তর সেশন। এছাড়া বিকালে অনুষ্ঠিত হবে একটি গোলটেবিল বৈঠক। যেখানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মুহাম্মদ আব্দুর রউফ, সাবেক মন্ত্রী লে: জে: (অব) এম নুরুদ্দীন খানসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান এবং রহিমআফরোজ গ্রুপের ডিরেক্টর নিয়াজ রহিম।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর