thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বাগেরহাটে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

২০১৯ মে ০৩ ০৯:৫৪:৩২
বাগেরহাটে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

বাগেরহাট প্রতিনিধি: জেলার ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া শহীদ স্মৃতি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আটটার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া শহীদ স্মৃতি কলেজের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি ছিটকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী নিহত হন। আহত দুইজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রবিউল ইসলাম জানিয়েছেন, পুলিশ
লাশ উদ্ধার করেছে। ঘাতক বাসটি আটক করা গেলেও তার চালক পালিয়ে গেছে।


(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর