thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১,  ৮ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে প্রস্তুত ২৭৩৯টি সাইক্লোন সেন্টার

২০১৯ মে ০৩ ১১:৫৬:৪৫
চট্টগ্রামে প্রস্তুত ২৭৩৯টি সাইক্লোন সেন্টার

চট্টগ্রাম প্রতিনিধি : ঘূর্ণিঝড় ফণীর কারণে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। প্রস্তুত করা হয়েছে ২৭৩৯টি সাইক্লোন সেন্টার। এছাড়া ২৮৪টি মেডিকেল টিম গঠন করেছে জেলা সিভিল সার্জন।

চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।

এছাড়া পাহাড়ে বসবাসরত লোকজনকে নিরাপদে সরে যেতে বলা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া সাগর তীরবর্তী লোকজনকে স্থানীয় সাইক্লোন সেন্টারে সরে যেতে বলা হচ্ছে। জেলা প্রশাসনে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এছাড়া, প্রত্যেক উপজেলায়ও আলাদা-আলাদা নিয়ন্ত্রণ কক্ষ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য উপদ্রুত এলাকার মানুষের জন্য শুকনো খাবার মজুদসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন, চট্টগ্রামে ২৮৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর