thereport24.com
ঢাকা, রবিবার, ৯ ফেব্রুয়ারি 25, ২৬ মাঘ ১৪৩১,  ১০ শাবান 1446

ফণী দুর্বল হয়ে রাতে খুলনা অঞ্চলে আঘাত হানবে

২০১৯ মে ০৩ ১৯:৪২:০০
ফণী দুর্বল হয়ে রাতে খুলনা অঞ্চলে আঘাত হানবে

দ্য রিপোর্ট প্রতিবেদক: ফণীর প্রবাহে রাজধানীসহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া কোথাও কোথাও বাঁধ ভেঙে গেছে। ঘূর্ণিঝড় ফণী (শুক্রবার) বাংলাদেশের খুলনা উপকূলে দমকা ও ঝড়ো হাওয়ার সৃষ্টি করতে পারে। যা সারা রাত পর্যন্ত চলবে।এছাড়া শনিবার পর্যন্ত এর প্রভাব থাকবে।

শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।

সামছুদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় ফণী শুক্রবার সকাল ১০টায় ভারতের ওড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। ওড়িষ্যা উপকূল অতিক্রম করার সময় এর চারপাশে বাতাসের বেগ ছিল ঘন্টায় ১৮০ কিলোমিটার।

তিনি বলেন, বর্তমানে এটি ওড়িষা উপকূল থেকে উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপকূল খুলনার দিকে অগ্রসর হচ্ছে। এজন্য পায়রা ও মংলা সমুদ্রবন্ধরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রামকে ৬ নম্বর বিপদ সংকেত বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ও কক্সবাজারে ৪ নম্বর হুশিয়ারি সংকেট দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।

বাংলাদেশে ফণী যখন আঘাত হানবে তখন এর ভয়াবহতা কেমন হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ঘূর্ণিঝড় আগেও বাংলাদেশে হয়েছিল। এর ফলে প্রাণহানি হয়েছিল। এছাড়া গাছপালা উপড়ে যাওয়া ও কাচা-বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।এই ঘূর্ণিঝড় ফণীর ক্ষেত্রে এই ধরনের আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ফণীর প্রবাহে রাজধানীসহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া কোথায় কোথায় বাঁধ ভেঙে গেছে। যেসব এলাকায় আমরা ৭ নম্বর বিপদ সংকেত দিয়েছি ফণী সেসব এলাকায় প্রথমে আঘাত হানবে। এরপর খুলনা, সাতক্ষীরা,রংপুর ও রাজশাহী হয়ে উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হবে।

ফণী যখন আঘাত হানবে তখন বাতাসের গতিবেগ সম্পর্কে আবহাওয়া অধিদফতরের পরিচালক বলেন, ফণী যখন আঘাত হানবে তখন বাতাসের গতিবেগ ঘন্টায় একেক জায়গায় একেকরকম হবে। কোথায় হয়তো ১০০ কিলোমিটার। কোথাও ১২০ কিলোমিটার, কোথায় ১০ কিলোমিটার,কোথাও ২০ কিলোমিটার এ ধরনের বাতাস হতে পারে।

ফণীর শক্তিমত্তা প্রসঙ্গে তিনি বলেন, ফণী ইতোমধ্যে ভারতে যেভাবে আঘাত হেনেছে তা থেকে বুঝা যাচ্ছে এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়।এ সময় তিনি ঘূর্ণিঝড় থেকে নিরাপদে থাকতে আশ্রয় কেন্দ্রে থাকার জন্য পরামর্শ দেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর