thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

নতুন ধারাবাহিকে উর্মিলা

২০১৯ মে ০৩ ২০:৫৩:১৩
নতুন ধারাবাহিকে উর্মিলা

দ্য রিপোর্ট প্রতিবেদক: নিয়মিত ধারাবাহিক নাটকের শুটিং নিয়েই ব্যস্ত আছেন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। বর্তমানে প্রচার চলতি কয়েকটি ধারাবাহিক নাটকের পাশাপাশি নতুন দুটি ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

এর মধ্যে একটি নাটকের নাম ‘জঙ্গলে গণ্ডগোল’। এটি পরিচালনা করেছেন উজ্জ্বল মাহমুদ। এ নাটকে উর্মিলাকে অভিনেতা মোশাররফ করিমের প্রেমিকার চরিত্রে দেখা যাবে। এরই মধ্যে নাটকের প্রথম লটের শুটিং শেষ হয়েছে। আরেকটি নাটকের নাম ‘হুলুস্থুল’। এটি পরিচালনা করছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসান।

এ নাটকে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করেছেন উর্মিলা। নাটক দুটি শিগগিরই বেসরকারি দুটি চ্যানেলে প্রচার হবে। এ প্রসঙ্গে উর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘নিয়মিতই অভিনয় করছি। তবে বর্তমানে ধারাবাহিক নাটক নিয়েই বেশি ব্যস্ত। নাটক দুটির গল্প সুন্দর। আমার চরিত্রও দর্শকের পছন্দ হবে।’

এছাড়াও আগামী ঈদের জন্য নির্মিত মাসুদ হাসান রানার ‘ভাগের জামাই’, ফেরারি অমিতের ‘রঙ’ নামে দুটি খণ্ড নাটকের শুটিং শেষ করেছেন উর্মিলা। ঈদের নাটক প্রসঙ্গে

তিনি বলেন, ‘আসছে ঈদ উপলক্ষে আরও কয়েকটি খণ্ড নাটকের শুটিং করব। যে নাটকগুলোর শুটিং শেষ করেছি সেগুলোর গল্পে নতুনত্ব আছে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর