thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

ঘরে বসেই দূর করুন ব্ল্যাকহেডস

২০১৩ নভেম্বর ০৯ ১৮:৫১:০০
ঘরে বসেই দূর করুন ব্ল্যাকহেডস

দিরিপোর্ট২৪ ডেস্ক : ব্ল্যাকহেডস একটি ব্রিবতকর সমস্যা। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত তারা প্রায়ই এ সমস্যায় ভোগেন। নাকের চারপাশে জমা ব্ল্যাকহেডস থেকে হতে পারে ব্রণ। তাই একে মোটেই অবহেলা করা ঠিক নয়।

ব্ল্যাকহেডসের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ছোটেন পার্লারে। আবার অনেকেই চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে গুচ্ছ গুচ্ছ টাকা ব্যয় করেন প্রসাধনী পেছনে।

তবে, এতো কষ্ট না করে ঘরে বসেই মাত্র ২০-২৫ মিনিট ব্যয় করে আপনি পেতে পারেন ব্ল্যাকহেডস থেকে মুক্তি।

কাজুবাদাম ও বেসনের স্ক্যাব

কাজুবাদাম বেটে বেসনের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহারের পর লক্ষ্যনীয় পরিবর্তন নিজেই টের পাবেন। বিশেষ করে নাকের চারপাশের ব্ল্যাকহেডস দূর করতে এই পেস্ট খুবই কার্যকর।

বেকিং সোডা পেস্ট

এক চা চামচ বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ২৫ মিনিট রেখে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেবুর রস

লেবুর রসের সঙ্গে চিনি মেশান। মুখের ব্ল্যাকহেডস আক্রান্ত জায়গাগুলোতে ১০ মিনিট ম্যাসাজ করুন।

গোলাপজল

মুখের দাগ ছোপ, ব্ল্যাকহেডস কিংবা পোড়াভাব দূর করতে গোলাপজল সত্যিই কার্যকর। গোলাপজলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে মাখুন।

মধুর প্রলেপ

ত্বকের তৈলাক্ত ভাব আর ব্ল্যাকহেডস দূর করতে মধু ব্যবহার করতে পারেন। মিশ্রত্বকের জন্যও মধু উপকারী।

তাহলে আর কি? এবার বিদায় জানান ব্ল্যাকহেডসকে। সূত্র: জিনিউজ

(দিরিপোর্ট২৪/কেএন/এমডি/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর