thereport24.com
ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল 25, ১৪ বৈশাখ ১৪৩২,  ২৯ শাওয়াল 1446

প্রিয়াঙ্কা চোপড়ার ঠোঁট ছুঁয়ে গেল নিক জোনাসের ঠোঁট (ভিডিও)

২০১৯ মে ০৪ ০০:৩২:৪০
প্রিয়াঙ্কা চোপড়ার ঠোঁট ছুঁয়ে গেল নিক জোনাসের ঠোঁট (ভিডিও)

দ্য রিপোর্ট ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের জীবনে রোমান্সের শেষ নেই। যে কোনও অনুষ্ঠানে তাদের একটি উষ্ণ ছবি ভক্তদের উদ্দেশ্যে থাকবেই।

উদাহরণস্বরূপ দেখা যেতে পারে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডকে, যা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে (ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে) লাস ভেগাসে। সেখানেই পারফরম্যান্স চলাকালীন নিক জোনাস তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাছে দর্শকাসনে চলে আসেন এবং উভয়ে ঠোঁটে ঠোঁট রেখে খানিক ভালোবাসা বিনিময় করে নেন।

ভিডিও দেখতে ক্লিক করুন

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। জোনাস ভাইদের মঞ্চে পারফর্ম চলাকালীন তাদের লেডি-লাভ অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া, সোফি টার্নার এবং ড্যানিয়েলকে দর্শকাসন থেকে চিয়ার আপ করতে দেখা গিয়েছে। জোনাস ভাইয়েরা তখন মঞ্চে গাইছেন ‘কেক বাই দ্যা ওসিয়ান'। নিক এবং প্রিয়াঙ্কার হঠাৎ এই চুম্বনের ঘটনাটি এতটাই পার্ফেক্ট ছিল যে প্রিয়াঙ্কার আর হাসি থামছিল না। টুইটারেও সেই ভিডিও ইতিমধ্যেই অজস্র বার শেয়ার হয়ে গিয়েছে। সূত্র: এনডিটিভি

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ০৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর