thereport24.com
ঢাকা, রবিবার, ৯ ফেব্রুয়ারি 25, ২৬ মাঘ ১৪৩১,  ১০ শাবান 1446

লন্ডনে ব্যস্ত শেখ হাসিনা ফণীর খোঁজখবর রাখছেন

২০১৯ মে ০৪ ০৯:২১:৪০
লন্ডনে ব্যস্ত শেখ হাসিনা ফণীর খোঁজখবর রাখছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: লন্ডনের মরফিল্ড আই হাসপাতালে চোখের চিকিৎসা চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেখানে চিকিৎসার পাশাপাশি কূটনৈতিক বিভিন্ন কাজের তদারকি করে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ফণীর ব্যাপারেও খোঁজখবর রাখছেন সবসময়।

শুক্রবার (৩ মে) লন্ডনের স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত দিনভর সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলে নিজের স্যুটেই অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী। দিনভর ওই হোটেলের নিচে ছিল যুক্তরাজ্য আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীর ভিড়।
একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মরফিল্ড আই হাসপাতালে চোখের চিকিৎসার বিষয়ে বৃহস্পতিবার (২ মে) এক দফা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। দু-একদিনের মধ্যেই তার একটি চোখে অপারেশন করার কথা রয়েছে।
সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভিড়যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ তার সম্মানে একটি বড় অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। যদি নেত্রী সময় দেন তাহলে এটি অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, প্রতিদিনই কয়েকশ’ নেতাকর্মী হোটেল চত্বরে আসছেন। নেত্রী সময় দিলে আগামী সপ্তাহে একটি আনুষ্ঠানিক সভা হতে পারে।

(দ্য রিপোর্ট/ টিআইএম/০৪ মে, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর