thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘অদৃশ্য ময়দানের লড়াই’ নিয়ে  আলোচনা

২০১৯ মে ০৫ ০০:৩০:১২
‘অদৃশ্য ময়দানের লড়াই’ নিয়ে  আলোচনা

ছবিতে বাম থেকে ‘অদৃশ্য ময়দানের লড়াই’ বইয়ের লেখক মফিজুর রহমান রুন্‌নু,প্রাবন্ধিক ও গবেষক আমজাদ হোসেন,কথাসাহিত্যিক পাভেল চৌধুরী,কথা প্রকাশ’র স্বত্বাধিকারী জসিম উদ্দিন, প্রাবন্ধিক ও গবেষক নূর মোহাম্মদ,বাম রাজনীতিকি আমিনুল কামাল রুমি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাঙলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ ও কবি মহিউদ্দীন মোহাম্মদ


যশোর প্রতিনিধি : বৃষ্টি ও দমকা হাওয়া বাধা হতে পারেনি যশোরের গুণী মানুষদের কাছে। শনিবার (৪ মে) ‘ফণী’র কারণে সারাদিন যে প্রকৃতি চোখ রাঙিয়েছিল তা উপেক্ষা করেই প্রেসক্লাব যশোরে হাজির হয়েছিলেন সংস্কৃতিপ্রিয় মানুষেরা। ক্লাবের দোতলার হলরুমে ‘অদৃশ্য ময়দানের লড়াই’ গ্রন্থ নিয়ে এদিন বিকেলে জমে উঠেছিল প্রাণবন্ত আলোচনা।

রবীন্দ্র সংগীত পরিবেশনের মধ্যদিয়েই শুরু হয় অনুষ্ঠানটি। সুরধুনীর শিল্পীরা এ সংগীত পরিবেশন করেন।

মফিজুর রহমান রুন্‌নু রচিত এ প্রবন্ধ গ্রন্থের আলোচনা অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক নূর মোহাম্মদ।তিনি তার আলোচনায় বলেন, সংস্কৃতি চেতনা ছাড়া মানুষের চিন্তার বিকাশ সম্ভব নয়। সংস্কৃতি চেতনা বিকশিত হলে সমাজ অগ্রসর হয়।

কথাসাহিত্যিক পাভেল চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক ও গবেষক আমজাদ হোসেন,ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ, প্রকাশনা সংস্থা ‘কথা প্রকাশ’র স্বত্বাধিকারী জসিম উদ্দিন,বিশিষ্ট বাম রাজনীতিক আমিনুল কামাল রুমি,কবি ও সাংবাদিক মহিউদ্দীন মোহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামীমা ইয়াসমিন শম্পা। লেখক তার অনুভূতি ব্যক্ত করে অনুষ্ঠানে ব্ক্তব্য দেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

বক্তারা গ্রন্থটির ভুয়সী প্রশংসা করে বলেন, লেখক সমাজামনস্ক দৃষ্টিতে সংস্কৃতিকে দেখার চেষ্টা করেছেন। মানুষের বেঁচে থাকার সংগ্রামের ভিতর মনোজগতে সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা জাগ্রত করার ক্ষেত্রে সংস্কৃতির ভূমিকা যে অনবদ্য সে কথাটি এ বইয়ে ব্যক্ত হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ০৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর