thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নারায়ণগঞ্জে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা

২০১৯ মে ০৫ ১১:২৬:৫০
নারায়ণগঞ্জে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলার আড়াইহাজারে আমেনা বিবি (৬৫) নামে এক বৃদ্ধাকে আগুনে পুড়িয়ে হত্যার খবর পাওয়া গেছে। শনিবার রাতে কে বা কারা তাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তা কেউ বলতে পারছেন না।

আমেনা বিবি স্থানীয় কালাপাহাড়িয়া ইউপির উলুকান্দী পূর্বপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি তার বাবার বাড়িতে থাকতেন বলে জানা গেছে। রোববার সকালে খবর পেয়ে কালাপাহাড়িয়া তদন্তকেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

কালাপাহাড়িয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ বিজয় কৃঞ্চ কর্মকার জানান, উলুকান্দী এলাকায় মাঠের মধ্যে একটি বাড়িতে একাই থাকতেন আমেনা বিবি। তবে মাঝেমধ্যে বিভিন্ন এলাকা থেকে লোকজন ওই বাড়িতে আসা-যাওয়া করতেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, শনিবার রাতের কোনো একসময় কে বা কারা তার হাত-পা বেঁধে বাড়িতে আগুন ধরিয়ে দেন। আগুন দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে বৃদ্ধার পোড়া লাশ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মীয়স্বজনরা থানায় এসে অভিযোগ করলে মামলা নেয়া হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর