thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

২০১৯ মে ০৫ ১১:৩৪:৫৬
চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি: জেলার বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. বাহাদুর নামে একজন নিহত হয়েছেন।
রবিবার ভোরে উপজেলার ছোট ছনুয়া পুঁইছড়ি এলাকায় গোলাগুলির এই ঘটনা ঘটে বলে জানান র‌্যাব- ৭ এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) মাশকুর রহমান।

তিনি বলেন, নিহত মো. বাহাদুরের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র, খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে।

র‌্যাব কর্মকর্তা মাশকুর বলেন, র‌্যাব-৭ এর একটি টহল দল রাতে ছোট ছনুয়া এলাকায় অভিযানে যায়। এ সময় সেখানে থাকা একদল লোক র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি করে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা নিহত ব্যক্তিকে বাহাদুর হিসেবে শনাক্ত করে।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর