thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজধানীতে কিশোরকে কুপিয়ে হত্যা

২০১৯ মে ০৬ ১১:৫৬:৩৮
রাজধানীতে কিশোরকে কুপিয়ে হত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর রামপুরায় রাসেল (১৯) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ২ টায় রামপুরার জামতলায় এই ঘটনা ঘটে।

স্বজনরা জানান, দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩ টায় তাকে মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ পারভেজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্বশত্রুতার জেরে স্বপন নামে তার একজন পরিচিত রোববার রাত ২ টায় মোবাইল ফোনের মাধ্যমে রাসেলকে ডেকে নেয়। এরপর জামতলা এলাকার ইউনুস কমিশনারের বাড়ির সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। রাসেল জামতলার ৩১২/৩৬ নম্বর বাসায় থাকতো।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। আসামিকে ধরার চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর