thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ৫ পথচারী নিহত

২০১৩ নভেম্বর ০৯ ১৮:৫৭:১৩
কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ৫ পথচারী নিহত

কুমিল্লা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সেনানিবাস এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ৫ পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।

মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে শনিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে। নিহতদের মধ্যে ২ নারী ও ৩ পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সেনানিবাস এলাকার কাকলি রেস্টুরেন্টের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা পথচারী ও ৩টি রিকশাকে চাপা দেয়।এতে ৫ জনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়নামতি ক্রসিং ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পরপরই নিহত ২ নারীর মৃতদেহ নিয়ে যায় তাদের স্বজনেরা। আহতদের ময়নামতি সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

(দিরিপোর্ট২৪/ওএস/এনডিএস/এমডি/নভেম্বর ০৯,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর