thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ফতুল্লায় ১০ যুবককে কুপিয়ে জখম

২০১৯ মে ০৮ ১০:১৭:১১
ফতুল্লায় ১০ যুবককে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে ১০ যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন-সোলমান, রাসেল, আলম, সৌরভ ও মিঠু। তাদের মধ্যে সোলমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের তিনশ’ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতরা জানান- মঙ্গলবার রাত ১০টার দিকে তারা বিসিকের ভেতরে কথা বলছিলেন। এ সময় স্থানীয় নূর ইসলাম ও ইব্রাহীমের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এতে ১০ জন আহত হন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, স্থানীদের কাছে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর