thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

গফরগাঁওয়ে ডাকাতকে কুপিয়ে হত্যা

২০১৯ মে ০৯ ০৯:১৫:৩২
গফরগাঁওয়ে ডাকাতকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার উস্থি ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় আলমগীর হোসেন (৪৮) নামে এক ডাকাতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ মে) বিকেল সাড়ে ৪টার সময় কান্দাপাড়া মোড়ে একদল দুর্বৃত্ত আলমগীরকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে গুরুতর আহত আলমগীরকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই মৃত্যু হয়।

নিহত আলমগীর হোসেন পাগলা থানার উস্থি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।

পাগলা থানার ওসি শাহিনুর রহমান খান জানান, ডাকাত দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে আলমগীরকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আলমগীর মারা যায়।

তিনি আরও জানান, আলমগীরের মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। আলমগীরের বিরুদ্ধে থনায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ তৎপর আছে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর